অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা জেমস ফকনারকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজীবনের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে আর কখনো এই টুর্নামেন্টর জন্য ফকনারকে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে পিসিবি। আজ এক টুইটার বার্তায় পিসিবির বিরুদ্ধে পাওনা পরিশোধ নিয়ে মিথ্যাচারের অভিযোগ আনেন ফকনার। মূলত, এই কারণেই অজি তারকাকে নিষিদ্ধ করেছে পিসিবি।
কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলা ফকনার পিএসএল শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তার অভিযোগ ছিল যে, পারিশ্রমিকের বিষয়ে তার সাথে ক্রমাগত মিথ্যাচার করে গেছে পিসিবি। চুক্তিতে যে পারিশ্রমিকের কথা বলা হয়েছিল সেটি দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন ফকনার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফকনার লিখেন, ‘পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুর্ভাগ্যবশত, আমি শেষ দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ পিসিবি আমাকে চুক্তি মোতাবেক পারিশ্রমিক দিচ্ছে না। ’
ফকনার আরো বলেন, ‘আমি এখানে (পাকিস্তান) এসেছিলাম পুরো আসর খেলতে। কিন্তু তারা ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে, যা আমাকে কষ্ট দিয়েছে। পাকিস্তানে অনেক তরুণ প্রতিভা থাকায় আমিও দেশটিতে ক্রিকেট ফেরানোর জন্য সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু পিসিবির কাছ থেকে রীতিমতো অপমানই পেয়েছি। আশা করি সবাই আমার অবস্থান বুঝতে পারছেন। ’
ফকনারের এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেছে পিসিবি। সেই সাথে পিসিবি ও কোয়েটা গ্লাডিয়েটরস এমন অভিযোগে হতাশ হয়েছে বলে জানিয়েছে। তাই পিসিবি ও পিএসএল কতৃপক্ষ ভবিষ্যতের পিএসএলগুলোর খেলোয়াড়দের ড্রাফটে ফকনারকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।