নাসিমরুমি: দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজ চলছে, সাকিব আল হাসান ব্যস্ত বিজ্ঞাপনী কাজে! বাংলাদেশের ক্রিকেটে এটা নতুন কোনো ঘটনা নয়। চলতি ইংল্যান্ড সিরিজের আগে ও মাঝপথে দুই দফায় বাংলাদেশ দলের টিম হোটেলে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
একবারও দেখা পাননি সাকিবের। বিশেষ করে গতকাল বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতির বক্তব্য দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ইংল্যান্ড সিরিজের আগে সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় ফেলে দিয়েছিলেন পাপন। প্রথম ওয়ানডের আগে তিনি বাংলাদেশ দলের টিম হোটেলে যান। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে চলে রুদ্ধদ্বার বৈঠক, যাতে ছিলেন না সাকিব।
সেখান থেকে বেরিয়ে বিসিবি সভাপতি ইউটার্ন নিয়ে বলেন, তিনি কখনো সাকিব আর তামিমের মাঝে বিবাদ দেখেননি। মিডিয়া থেকে শুনেছেন! অর্থাৎ তিনি দায় চাপিয়ে দেন মিডিয়ার ওপর! প্রথম ওয়ানডেতে সাকিবের বলে তামিম ক্যাচ নিলেও দুজনের উদযাপনে ছিল না উষ্ণতার ছোঁয়া।
এরপর আজ দ্বিতীয় ওয়ানডের আগের দিন, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার রাতে ফের পাপন যান বাংলাদেশের টিম হোটেলে। এদিনও সাকিব ছিলেন বিজ্ঞাপনী কাজে ব্যস্ত। হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের পাপন জানান, ক্রিকেটারদের উৎসাহ দিতে তিনি টিম হোটেলে গিয়েছিলেন। অন্য কোনো ব্যাপার নেই। তবে পাপনের একটি বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
টিম হোটেলে আসার কারণ সম্পর্কে পাপন বলছিলেন, ‘প্রথম ম্যাচের আগে যেদিন এলাম, সেদিন সাকিবকে পাইনি। সাকিবের রিকোয়েস্টে এরপর সেকেন্ড ডেতে এলাম। ঠিক আছে, সাকিবসহ বসি। আসছিলাম ওদের সঙ্গে বসতে, সাহস দিতে, দেখতে। কয়েকটা দল আছে, তাদের সঙ্গে জেতাটা এত সহজ নয়। হারা–জেতাটা বড় কথা নয়, একটু সাহস দিতে।’কিন্ত সাকিবকে পাননি। তবে ফোনে কথা হয়েছে।