দুই মাস আগেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত বছরের চুকান রিকি পন্টিং। এবার তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাঞ্জাব কিংস। আগামী আইপিএল থেকে এই দায়িত্ব পালন করবেন তিনি। এক বিবৃতিতে পন্টিংয়ের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাঞ্জাব।
পাঞ্জাব কিংসের সাথে চার বছরের চুক্তি সম্পন্ন করেছেন পন্টিং। পন্টিংই তার কোচিং স্টাফ নির্বাচন করবেন বলেও জানিয়েছে পোর্টালটি।
আইপিএলে বহুদিন ধরে বাজে সময় পার করছে পাঞ্জাব। ২০১৪ সালের পর থেকে আর প্লে-অফ খেলতে না-পারা দলটি ২০২৪ মৌসুমে ছিল ৯ নম্বরে।
২০০৮ সালের প্রথম আসর থেকেই আইপিএলের সঙ্গে যুক্ত আছেন পন্টিং। প্রথমে কলকাতা নাইট রাইডার্সে এবং পরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। ২০১৩ সালের মাঝপথে মুম্বাইয়ের দায়িত্ব ছাড়েন তিনি। ২০১৪ সালে তিনি দলটির পরামর্শকের ভূমিকায় থাকার পর ২০১৫ ও ২০১৬ সালে প্রধান কোচের দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে পন্টিং দিল্লির প্রধান কোচের দায়িত্ব নেন। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে পরপর তিনবার তিনি দিল্লিকে প্লে-অফে নিয়ে যান। তার অধীনে ২০২০ সালে দিল্লি আইপিএলের ফাইনালেও খেলেছে।