দুই যুগ পর পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া। আর এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কারণ, এই সময়েই বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ২৭ মার্চ বিয়ের তারিখ নির্ধারণ হয়েছে তার।
দীর্ঘদিনের বান্ধবী ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনকে বিয়ে করছেন এই হার্ড হিটিং অলরাউন্ডার। বিয়ের পরিকল্পনা আগে থাকলেও ব্যস্ততার কারণে সময় বের করতে পারছিলেন না ম্যাক্সওয়েল।
আইপিএল মৌসুমের শুরুতেই বিয়ের জন্য সময়টাকে বেছে নিলেন তারা। ভারতীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে বিয়ের সব কার্যক্রম। আর কার্ডও ছাপানো হয়েছে দক্ষিণী ভারতের রীতি অনুসারে।