নাসিম রুমি: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক ম্যাচ খেলেই বাদ পড়লেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসিয়ে রেখে সুলতানের বিপক্ষে খেলছে বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমি।
শুক্রবার পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস এবং বাবর আজমের পেশোয়ার জালমি।
টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দলের লড়াইয়ে নেই সাকিব, তার বদলে পেশোয়ারের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা রভম্যান পাওয়েল।
এর আগে করাচি কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানের জয় পায় পেশোয়ার। সেই ম্যাচে সাকিব এক বল খেলে করেন মাত্নের এক রান।
বল হাতে সেদিন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। বোলিংয়ে তিন ওভারে ৩২ রান খরচ করে পারেননি কোনো উইকেট শিকার করতে।