নাসিম রুমি: মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। তাকে পাঞ্জাব তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলছেন তিনি।
পাকিস্তানের ‘দ্যা নিউজ ইন্টারন্যাশনাল’ এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব।
৩৭ বছর বয়সী ওয়াহব দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন। তিনি ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য।
চলমান বিপিএলে দারুণ খেলছেন এই পেসার। দুবার চার উইকেটসহ নিয়েছেন ১২ উইকেট। দেশের হয়ে তিনি সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন।