টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। হেরেছে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে। স্বাভাবিকভাবেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির ক্রিকেটাররা। এরমধ্যে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হারিস রউফের এক ভিডিও।
যেখানে বিশ্বকাপ চলাকালীন সময় ফ্লোরিডায় স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে ভক্তের কটূক্তির শিকার হন তিনি। পরে ওই ভক্তকে মারতে উদ্যত হন রউফ। যা নিয়ে পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। তবে এবার এই ইস্যু ধরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার আতিক-উজ-জামান। দলের সঙ্গে স্ত্রীদের কাজ কি সেই প্রশ্ন তুলেছেন তিনি।
নিজেদের সময়ের কথা টেনে এনে আতিক বলেন, ‘আপনারা নাটক তৈরি করছেন। আমাদের সময়ে কোচ এবং একজন ম্যানেজার ছিল। দল এভাবেই পরিচালনা হতো। আর এখন আপনারা ১৭ জন কর্মকর্তা এবং ১৭ জন ক্রিকেটার নিয়ে যান; ৬০টি রুম বুকিং করেন। এটা রসিকতা! আপনি সেখানে ক্রিকেট খেলতে না ছুটি কাটাতে গেছেন?’
এখন প্রায় প্রতিটি ট্যুরেই স্ত্রীদের সঙ্গে নিয়ে যান ক্রিকেটাররা। দলে তাদের কাজ কি সেটা নিয়ে বোর্ডের কাছে প্রশ্ন তুলেছেন আতিক। বলেন, ‘আপনি কেন পরিবারকে বড় ইভেন্টে অনুমতি দেন?…আপনি স্ত্রীর সাথে ট্যুরে ভ্রমণ করা অভ্যাস করে ফেলেছেন। আপনি সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে বাইরে যান ক্রিকেট থেকে ফোকাস সরিয়ে ফেলেন। পরিবার, বাচ্চা এবং স্ত্রীর উপর ফোকাস করেন…। তারা একসঙ্গে খাচ্ছে এবং যা ভিডিওতে ধারণ করা হচ্ছে।’
পাকিস্তান দলের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন আতিক। বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে এমন একটি সংস্কৃতি তৈরি করা হয়েছে যে কেউ জানে না শৃঙ্খলা কাকে বলে… আপনি এত বড় ইভেন্ট খেলতে গেছেন, আপনার মনোযোগ কোথায়?… আপনি কি সব কিছু ছেড়ে একা ক্রিকেটে মনোযোগ দিতে পারেন না? তাও মাত্র দুই সপ্তাহ?’