English

14 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

পাকিস্তানকে হারিয়ে টাইগ্রেসদের ঐতিহাসিক জয়

- Advertisements -

পাকিস্তানের স্কোর যখন ২ উইকেটে ১৮৩ রান, কে ভেবেছিল এ ম্যাচে জিতবে বাংলাদেশ! কিন্তু হ্যামিল্টনের সিডন পার্কে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের এক গল্প লিখলেন নিগার সুলতানারা। রুমানা-ফাহিমাদের অসাধারণ এক স্পেলে মোড় ঘুরে যায় ম্যাচের। ওপেনার সিদ্রা আমিনের সেঞ্চুরি গেল বৃথা। আর পাকিস্তান নারী দলকে ৯ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় দেখলো টাইগ্রেসরা। বাংলাদেশের ২৩৪ রানের জবাবে ৯ উইকেটে ২২৫ রানে থামে পাকিস্তান।

১৯৯৯ বিশ্বকাপে ক্রিকেটের পরাশক্তি পাকিস্তানকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সুজন-নান্নুদের নবীন বাংলাদেশ। হ্যামিল্টনে নর্দাম্পটনের স্মৃতি ফিরিয়ে আনলেন জ্যোতিরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফারজানা হকে হাফসেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে ৭ উইকেটে ২৩৪ রান। বিশ্বকাপ তো বটেই ওয়ানডেতেই এটি টাইগ্রেসদের দলীয় সর্বোচ্চ। ওপেনার শামিমা সুলতানা ১৭ এবং শারমিন আখতার ৫৫ বলে খেলেন ৪৪ রানের ইনিংস।

তিনে নামা ফারজানা হক পিংকি ১১৫ বলে করেন ৭১ রান। যাতে ছিল ৫টি বাউন্ডারির মার। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরির দেখা পেলেন পিংকি। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে তার উইলো থেকে আসে ৫২ রান।

অধিনায়ক নিগার সুলাতানার ব্যাটও হেসেছে এবার। ৬৪ বলে করেছেন ৪৬ রান। রুমানা আহমেদের অবদান ১৩ বলে ১৬ রান। পাকিস্তানের নাস্ত্রা সান্ধু ৪১ রানে নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে দুই ওপেনার নাহিদা খান-সিদ্রা আমিনের ব্যাটে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতেই তারা তুলে ফেলেছিল ৯১ রান। নাহিদাকে (৪৩) সরাসরি বোল্ড করে এ জুটির লাগাম টানেন রুমানা আহমেদ। এরপর অধিনায়ক বিসমাহ মারুফের সঙ্গে নতুন জুটি গড়ে তুলেন আমিন। দলীয় ১৫৫ রানে মারুফকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন পেসার জাহানারা আলম। ৪২তম ওভারে বোলিংয়ে এসে ওমাইমা সোহেলকে (১০) তুলে নেন ফাহিমা খাতুন।

এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিন ব্যাটার। নিদা দারকে ফেরান রুমানা। একই ওভারে আলিয়া রিয়াজ ও ফাতিমা সানাকে তুলে নেন ফাহিমা। দিয়ানা বেগকে এলবির ফাঁদে ফেলে বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে যান সালমা। ৪৮তম ওভারে সিদ্রা আমিনের (১০৪) রান আউটে পাকিস্তানের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে ২২৫ রান সংগ্রহ করে তারা।

সংক্ষিপ্ত স্কোর

টস: পাকিস্তান, ফিল্ডিং

বাংলাদেশ নারী দল: ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, সালমা ১১*; সান্ধু ৩/৪১)

পাকিস্তান নারী দল: ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদ্রা আমিন ১০৪, মারুফ ৩১, ওমাইমা ১০, দিয়ানা ১২; জাহানারা ১/২০, সালমা ১/২৯, রুমানা ২/২৯, ফাহিমা ৩/৩৮)

ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী

ম্যাচসেরা: ফাহিমা খাতুন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন