English

24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

পাকিস্তানকে উড়িয়ে ভারতকে ফাইনালে পেল বাংলাদেশ

- Advertisements -
পাকিস্তানের ইনিংসেই ফলটা নির্ধারিত হয়ে গিয়েছিল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টানা দ্বিতীয়বার উঠতে যাচ্ছে বাংলাদেশ। ৭ উইকেটের জয়ে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশের যুবারা। বল বাকি ছিল ১৬৭টি।

শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে প্রতিপক্ষ ভারতকে পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে উঠেছে ভারতের যুবারা।

দুবাইয়ে ১১৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ২৮ রানের মধ্যেই দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি সাজঘরে ফেরেন।৪ চারে জাওয়াদ ১৬ রান করলেও সিদ্দিকি আউট হন ১৪ বলে ‘ডাক’ মেরে।

তবে তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে জয়ের কাজটা প্রায় সারেন আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ শিহাব জেমস। ২৬ রানে জেমস আউট হলে সতীর্থ রিজান হোসেনকে নিয়ে বাকি কাজুটুকু সারেন তামিম। অধিনায়ক তামিমের ৫৭ রানের বিপরীতে ৫ রানে অপরাজিত থাকেন রিজান।

এর আগে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ১১৬ রানে অলআউট হয় পাকিস্তান। প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে শুরুটা করেন মারুফ মৃধা। ৭ রানের ব্যবধানে ২ উইকেট তুলে নেন তিনি। তবে শুরুটা মৃধা করলেও পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে দিয়েছেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। ২৪ রানে ৪ ‍উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলারও তিনি।
পাকিস্তানকে এক শর ওপরে রানটা পায় ফারহান ইউসুফ (৩২) ও মোহাম্মদ রিয়াজউল্লাহর (২৮) সৌজন্যে।অন্যদিকে শারজায় ভারতকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কার যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় ভারত। ১৭০ উইকেটের জয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আয়ুশ মাত্রে ও বৈভব সূর্যবংশী। ৮.৩ ওভারে ৯১ রানের জুটি গড়েন তারা। ৩৪ রানে আয়ুশ আউট হলে দুর্দান্ত জুটিটা ভাঙেন।

তবে প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরান চলতে থাকে আইপিএলে কোটিপতি বনে যাওয়া সূর্যবংশীর। যখন থামলেন তখন তার নামের পাশে ১৮৬.১১ স্ট্রাইকরেটে ৬৭ রান। ৩৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। তার আউটের পরে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে জয়ের কাজটা সারেন অধিনায়ক মোহাম্মদ আমান। আর ১১ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন কেপি কার্তিকেয়া।

এর আগে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায়। চেতন শর্মার পেসে ৮ রানে ৩ ‍উইকেট হারায়। সেখান থেকে চতুর্থ উইকেটে ৯৩ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন শারুজান শানমুগানাথন ও লাকভিন অভয়সিংহে। তবে ব্যক্তিগত ৪২ রানে শারুজান আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এক প্রান্ত আগলে রেখে ৬৯ রানের ইনিংস খেলে দলকে পরে ১৭৩ রান এনে দেন অভয়সিংহে। ভারতের হয়ে ৩৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন চেতন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন