নাসিম রুমি: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরও যেন ফুরসত নেই সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টটি শেষ করে কয়েকদিনের জন্য দেশে এসে আবারও যান যুক্তরাষ্ট্রে। সেখানে দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে খেলেন তিনি।
মেজর লিগে চরম ব্যর্থ ছিলেন সাকিব। সেই টুর্নামেন্ট খেলার পরপরই আবার যোগ দেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। মেজর লিগে ব্যর্থ হলেও কানাডায় ব্যাটে-বলে একদম মন্দ করছেন না তিনি। তার দল বাংলা টাইগার্সও পেয়েছে টানা তিনটি জয়। টুর্নামেন্ট চলাকালে পরিবারের সঙ্গে ফুরফুরে মেজাজেও ঘুরছেন সাকিব।
ক্রিকেট থেকে ছুটি বের করে কানাডার টরন্টোর একটি চিড়িয়াখানায় পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়েছেন সাকিব। আজ শুক্রবার এই অলরাউন্ডারের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা স্টোরিতে এসব জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে ৮টি ছবি শেয়ার করেন শিশির। যেখানে সাকিবের সঙ্গে দেখা যায় তার ছেলে-মেয়েদের। এছাড়া চিড়িয়াখানার জেব্রা, হরিণদেরও ছবি প্রকাশ করেন শিশির। স্টোরির ক্যাপশনে শিশির লিখেছেন, ‘সুন্দর একটি দিন গেল’। এ সময় হ্যাশট্যাগ দিয়েছেন, ‘ফ্যামিলি টাইম’। পরিবারের সঙ্গে ফুরফুরে মেজাজে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে বিতর্কে উঠেছেন এই অলরাউন্ডার। টুর্নামেন্টে বাংলা টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের মধ্যকারের খেলা শেষে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের উদ্দেশে ক্ষোভের সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব?
এমন প্রশ্নের উত্তর না দিয়ে সাকিব পাল্টা প্রশ্ন করে বসেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ সাকিবের পাল্টা প্রশ্নের পর সেই দর্শক উত্তর দেন, ‘আমি তো আর এমপি (সংসদ সদস্য) না, আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি।’ সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার একইভাবে বলছিলেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
বাগযুদ্ধের সময় সাকিবকে পদত্যাগেরও আহ্বান জানান ওই দর্শক। সে সময় নিরাপত্তারক্ষীরা সরিয়ে নেন সাকিবকে। ক্ষুব্ধ সাকিব নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চান, ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না। উত্তপ্ত সেই বাক্যবিনিময়ের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।