আর মাহমুদউল্লাহকে আসন্ন বিশ্বকাপের দলেই সুযোগ দেননি নতুন কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। পরিকল্পিত ভাবে ওদের বাদ দেওয়া হয়েছে।
তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাক বলেছেন, মুশফিক এবং রিয়াদ বিশ্বকাপ দলে থাকলে ভালো হতো। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দীর্ঘদিন পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল।
সিনিয়র ক্রিকেটারদের প্রশ্নে তামিম বলেন, ‘দলটা এখন খেলছে, কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে।
আমি আগেও বলেছি মুশফিক-রিয়াদ তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকত আমার কাছে ভালো মনে হতো।’তবে গত মাসে অনুষ্ঠিত এশিয়া কাপের আগে অধিনায়ক থেকে সরিয়ে দেয়া হয় মাহমুদুল্লাহকে এরপর দল থেকেই বাদ পড়েন।
তামিমও প্রশ্ন তুলছেন এই বিষয় নিয়েই। তামিম বলেন, ‘যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন বাদ দেয়া হলো?