ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল তাদের পদ ছেড়েছেন।
আপাতত সাবেক ক্রিকেটার ও বর্তমান ম্যাচ রেফারি সেলিম শাহেদের নেতৃত্বে ১৩ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে আরও আছেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। এছাড়া আছেন আটটি বিভাগীয় দলের অধিনায়কেরাও।
আজ (রোববার) মিরপুরে বিসিবির একাডেমি ভবনে এক বৈঠকের পর নাঈমুর-দেবব্রতদের দায়িত্ব ছাড়ার কথা জানান সাবেক অধিনায়ক আকরাম খান। কমিটি ভেঙে দেওয়ার সভায় সাবেক ক্রিকেটারদের পাশপাশি ছিলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররা।
অ্যাডহক কমিটির কাজ কী হবে তা জানিয়ে সেলিম শাহেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে গঠনতন্ত্রকে একটা কাঠামোর মধ্যে ফেলতে হবে। যেন প্রক্রিয়াটা মেনে চলা হয়। আমরা সিস্টেমটার উন্নতি করার চেষ্টা করব। গঠনতন্ত্র আপডেট করার চেষ্টা করব। কারা ভোটার, এটারও কিন্তু কোনো গাইডলাইন নেই।’
এসব কাজ সম্পন্ন করতে কতদিন লাগতে পারে–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা করতে ৩ মাসও লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করার চেষ্টা করব।’
প্রসঙ্গত, ২০১৪ সালে নাঈমুর কোয়াবের সভাপতি ও দেবব্রত হন সাধারণ সম্পাদক। ২০১৯ সালে ক্রিকেটারদের আন্দোলনেরও অন্যতম দাবি ছিল কোয়াব পুনর্গঠন। এর ৪ বছর পর ২০২৩ সালে কোয়াবের বার্ষিক সাধারণ সভা ডাকা হয়। তখন কেউ দায়িত্ব নিতে আগ্রহী না হওয়ায় ‘উপায় না পেয়ে’ আবার দায়িত্ব নেওয়ার কথা জানান দেবব্রত ও নাঈমুর।