English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
- Advertisement -

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব

- Advertisements -

নাসিম রুমি: সব ধরনের ক্রিকেটে বোলিং করতে আর বাধা রইল না সাকিব আল হাসানের। ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশনের বিষদ পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি মাঝরাতে প্রকাশ পায় তার এক বন্ধুর বরাত দিয়ে। এরপর সাকিব নিজেও বিষয়টি স্থানীয় একটি পত্রিকাকে নিশ্চিত করেন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়েছিলেন সাকিব। সে ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে।

নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। যার ফলশ্রুতিতে নিষিদ্ধ হন তিনি।

নিষেধাজ্ঞার পর সাকিব দুটি পরীক্ষায় অংশ নেন। প্রথমটি ইংল্যান্ডে এবং পরেরটি ভারতের চেন্নাইয়ে। তবে দুবারই তিনি ব্যর্থ হন।

তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সবশেষ খেলেছিলেন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি সাকিব।

ওই সফরের আগে থেকেই বাংলাদেশ থেকে ব্রাত্য তিনি। কারণ তখন পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।

৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে হওয়া বিপ্লবের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর সাকিবের নামে হয়েছে একাধিক মামলা।

ওয়ানডে ফরম্যাটে তিনি সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপে। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সবশেষ বিশ্বকাপে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন