English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

নিউজিল্যান্ড দলে একের পর এক করোনার থাবা

- Advertisements -

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলতে পারেননি নিউজিল্যিান্ডের স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছেন তিনি। চতুর্থ ম্যাচের আগে আবারও দুঃসংবাদ পেল কিউইরা। এবার করোনা পজিটিভ হয়েছেন দলের ওপেনার ডেভন কনওয়ে ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

করোনায় কনওয়ের ছিটকে পড়ার ঘটনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘কোভিড পজিটিভ হওয়ার কারণে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন ডেভন কনওয়ে। গতকাল পরীক্ষা শেষে পজিটিভ হওয়ার পর ক্রাইস্টচার্চে দলের টিম হোটেলে আইসোলেশনে আছেন তিনি। তার জায়গায় ক্যান্টারবেরি ব্যাটার চ্যাড বোয়েস দলের সঙ্গে আজ যোগ দেবেন।’

টিম হোটেলের আইসোলেশনে আছেন বোলিং কোচ অ্যাডামসও। তার জায়গায় আজকের ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন ক্যান্টারবেরির ডেভেলপমেন্ট কোচ ব্রেন্ডন ডনকার্স।

করোনাভাইরাসের কারণে আগে দল থেকে ছিটকে যাওয়া ছিল নিয়মিত ঘটনা। তবে দীর্ঘদিন ধরেই এমন ঘটনা শোনা যায়নি। সেখানে এক নিউজিল্যান্ড দলেই পরপর তিনজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর চমকে ওঠার মতোই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন