ক্রীড়াঙ্গনে সব সময়ই পুরুষদের তুলনায় নারীরা বিভিন্ন বৈষম্যর শিকার হতো। তবে এবার নতুন এক ইতিহাস গড়ার পদক্ষেপ নিল আইসিসি। আসন্ন নারী বিশ্বকাপে পুরুষদের সমান প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই ঘোষণাটি গতকাল এলেও জানা গেছে, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গেল বছরের জুলাইয়ে অনুষ্ঠিত আইসিসির বাৎসরিক সভায়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ প্রসঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়েছে, ‘অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের দলগুলোকে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার পুরস্কার দেওয়া হবে, যা ২০২৩ আসরের তুলনায় ২২৫ শতাংশ বেশি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার (প্রায় ২৮ কোটি টাকা); যা ২০২৩ আসরের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির চেয়ে ১৩৪ শতাংশ বেশি।
অস্ট্রেলিয়ার মেয়েরা আগের আসরে চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ১ মিলিয়ন ডলার (প্রায় ১২ কোটি টাকা)। রানার্স-আপ দলের প্রাইজমানিও ১৩৪ শতাংশ বাড়ানো হয়েছে। রানার্স-আপ হওয়া দল এবার পাবে ১.১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৪ কোটি টাকা)। সেমিফাইনাল খেলা দল পাবে ৬ লাখ ৬৫ হাজার ডলার (প্রায় ৮ কোটি টাকা); যা ২০২৩ আসরের চেয়ে প্রায় তিন গুণ।
এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে দলগুলো; যা আগের আসরের চেয়ে ৭৮ শতাংশ বেশি। ২০২৩ আসরের গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হয়েছিল ১৭ হাজার ৫০০ ডলার। শুধু তাই নয়, যেসব দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে, তারাও পাবে কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার।