সাকিব-তামিমদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে খালেদ মাহমুদ সুজনের।
এবার সেই দায়িত্ব পেলেন সালমা- জাহানারাদের বেলায়। বাংলাদেশ নারী জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব নিয়েছেন সুজন।
আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপের জন্য এ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বিসিবির নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী ক্রিকবাজকে বৃহস্পতিবার বলেন, ‘আমরা খালেদ মাহমুদ সুজনকে নারী দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছি। আসন্ন আইসিসি বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে বহাল থাকবেন সুজন।’
বাংলাদেশ ক্রিকেটে জনপ্রিয় মুখ খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের অন্তর্বতীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেছেন। গতবারের মতো এবারো নির্বাচনে জিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক হয়েছেন।
আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপের জন্য এ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বিসিবির নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী ক্রিকবাজকে বৃহস্পতিবার বলেন, ‘আমরা খালেদ মাহমুদ সুজনকে নারী দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছি। আসন্ন আইসিসি বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে বহাল থাকবেন সুজন।’
বাংলাদেশ ক্রিকেটে জনপ্রিয় মুখ খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের অন্তর্বতীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেছেন। গতবারের মতো এবারো নির্বাচনে জিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক হয়েছেন।