English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

নতুন কিছুর স্বপ্ন দেখছেন সুমন, সবার সহযোগিতা চান নান্নু

- Advertisements -

নাসিম রুমি: দেশের সবকিছুতেই এখন পরিবর্তন শুরু হয়েছে। মঙ্গলবার বিসিবিতে যান বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক।

তাদের সঙ্গে ছিলেন সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এ সময় ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সহযোগীতা চান তারা।

হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আমরা নতুন ভালো কিছুর স্বপ্ন দেখছি। ’ তিনি আরও বলেন, ‘এটা (দুঃসময়) দ্রুত কেটে যাবে এটা আমার বিশ্বাস।

আমাদের সবকিছু তো ইনঅর্ডার আছে। প্র্যাকটিসও হচ্ছে।

হয়তো কয়েকদিন হয়নি, তবে আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল- সেগুলো সবকিছু ঠিকমতো চলবে। কারণ, সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময়। অনেক খেলা আছে, আমাদের বিশ্বকাপ আছে, আমাদের জাতীয় দলের সফর আছে। ’

এ মাসেই জাতীয় দলের ব্যস্ততা রয়েছে। ‘এ’ দল ও মূল দলের পাকিস্তান সফর রয়েছে। এরপর ঘরের মাঠে রয়েছে নারী বিশ্বকাপ। এসব কার্যক্রমকে স্বাভাবিক রাখার বার্তা দিয়েছেন নান্নু।

তিনি বলেন, ‘এখন সবার সহযোগিতায় আমাদের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। যে দ্বিপাক্ষিক সিরিজগুলো আছে, এ টিমের সফর আছে, সামনে পাকিস্তানে টেস্ট সিরিজ আছে- এইগুলো যাতে সময়মতো হয়, এটায় আমাদের সবার সহযোগিতা দরকার। এখানে সুন্দরভাবে, সবার সহযোগীতায় ক্রিকেটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নাই কারও। সুতরাং, আমাদের সবার সহযোগিতা দরকার। ক্রিকেটটাকে ভালোমতো এগিয়ে নেবো এটা আমাদের দায়িত্ব। ’

দেশের চলমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে যাতে এগিয়ে নিতে পারি। সমাজে ভালোমতো মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এখন এটাই আমাদের সবার চাওয়া।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন