অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজা মনে করেন, ‘ধীরে ধীরে মরণ হচ্ছে’ ওয়ানডে ক্রিকেটের। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ব্যস্ত সময় কাটাতে হয় ক্রিকেটারদের। তাই তার কাছে একটি ব্যাপার স্পষ্ট, আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে কাউকে জায়গা ছেড়ে দিতে হবে এবং এটা সম্ভবত ৫০ ওভারের ক্রিকেট।
খাজা বলেন, ‘আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আমি এমন কয়েকজনকে জানি যারা একই ধারণা পোষণ করবে। টেস্ট ক্রিকেট এখন শিখড়ে। আছে টি-টোয়েন্টি ক্রিকেট, সারা বিশ্বে যেটার আবার লিগ আছে। দারুণ বিনোদন, সবাই এটা ভালোবাসে এবং আরেকটি ফরম্যাট ওয়ানডে ক্রিকেট।’
ওয়ানডের কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ান ওপেনার বলে গেলেন, ‘আমি মনে করি সম্ভবত সবগুলোর মধ্যে এটা তৃতীয় মর্যাদার। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মারা যাচ্ছে। হ্যাঁ বিশ্বকাপ আছে, যেটা আমি মনে করি সত্যিই মজার এবং দেখাটা উপভোগ্য। কিন্তু অন্যগুলোর চেয়ে ওয়ানডে ক্রিকেট ওতটা (উপভোগ্য) নেই।’
সম্প্রতি দেশের নতুন টি-টোয়েন্টি লিগকে প্রাধান্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী জানুয়ারির ওয়ানডে সিরিজ বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা। একদিনের ক্রিকেট নিয়ে শঙ্কা জাগার এটাও একটা কারণ। খাজার মতে, আধুনিক যুগে তিন ফরম্যাটের খেলোয়াড় হওয়া অসম্ভব নয়, কিন্তু খুব কঠিন।
জন্মসূত্রে পাকিস্তানি এই ব্যাটসম্যান বললেন, ‘অসম্ভব নয়, কিন্তু খুব কঠিন। অনেক বেশি ভ্রমণ করতে হয়। যদি আপনি তিন ফরম্যাটের সবগুলো খেলেন, সত্যিই আপনি ঘরে থাকতে পারবেন না। তাছাড়া শরীর, মানসিক ও শারীরিক চাহিদার ব্যাপারও আছে। অনেকে আইপিএলও খেলতে চায়। এখন অনেক ক্রিকেট চলছে। হ্যাঁ, আপনাকে বেছে নিতে হবে কোনটা খেলবেন। আমি মনে করি এই মুহূর্তে এটা খুব কঠিন।’