English

23 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
- Advertisement -

দোয়া চেয়ে পাকিস্তানের বিমানে উঠলেন লিটন

- Advertisements -

নাসিম রুমি: এবারের পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন দাস তার মধ্যে একজন। তিনি এবারের পিএসএলে খেলছেন করাচি কিংসের হয়ে। দলটির হয়ে খেলতে তিনি ইতোমধ্যেই চেপে বসেছেন পাকিস্তানের বিমানে।

বিষয়টি লিটন নিজেই জানিয়েছেন। তিনি তার অফিসিয়াল ফেসবুক পাতায় লিখেছেন, ‘পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে যাত্রা শুরু করলাম। রোমাঞ্চকর সময় সামনে আছে। সবার কাছে দোয়া ও সমর্থন চাইছি।’

গেল জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার— লিটন দাস, নাহিদ রানা, ও রিশাদ হোসেন। তিন জনই ইতোমধ্যে এনওসি পেয়ে গেছেন। লিটন, রিশাদ পেয়েছেন পুরো মৌসুমের জন্য। পেশোয়ার জালমিতে নাম লেখানো নাহিদ রানাকে বিসিবি ছাড়বে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর।

এদের মধ্যে রিশাদ সবার আগে উঠেছেন পাকিস্তানের বিমানে। তিনি খেলবেন লাহোর কালান্দার্সে। যাওয়ার আগে তিনি দলকে শিরোপা জেতানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। এরপর লিটন গেলেন আজ সকালের ফ্লাইটে।

আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। লিটনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে অবশ্য তার পরদিন। মুলতান সুলতান্সের বিপক্ষে খেলবে লিটনের করাচি কিংস। এদিকে রিশাদের লাহোর প্রথম দিনই মাঠে নামবে। উদ্বোধনী ম্যাচে তার প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন