আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ডাচদের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডস।
তবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। অভিজ্ঞ অলরাউন্ডার রোয়েলফ ভ্যান ডার মারওয়ে এবং নির্ভরযোগ্য ব্যাটার কলিন অ্যাকারম্যান নেই ডাচদের বিশ্বকাপ স্কোয়াডে। তাদের জায়গায় বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে, তরুণ পেসার কাইল ক্লেইন এবং হার্ড-হিটিং ওপেনার মাইকেল লেভিট সুযোগ পেয়েছেন।
আগামী ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডি গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ডাচরা। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ ১৩ জুন।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।