English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

দলে নেই, তবুও হঠাৎ কেকেআরে সাকিব বন্দনা

- Advertisements -

নাসিম রুমি: এবারের আইপিএলে দারুণ সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। গতকালই ইডেন গার্ডেনসে দুর্দান্ত একপেশে দাপট দেখিয়ে লক্ষ্ণৌকে হারিয়েছে দলটি। হঠাৎ করে এর মাঝখানেই পুরনো নাইট রাইডার্স সাকিব আল হাসানকে মনে পড়লো দলটির। সামাজক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবময় একটি আবেগী পোস্ট দিয়েছে কেকেআর।

১৫ এপ্রিল ২০১১, এই দিনটাতেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। ২০১৮-১৯ এ দুই বছর বাদ দিলে আইপিএলে সাকিব ও কেকেআর একই সুতোয় গাঁথা। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার জেতা দুই আইপিএলে শিরোপার বছরেও সাকিব ছিলেন দলের অন্যতম শক্তির জায়গা।

আইপিএলে সাকিবের অভিষেকের দিনটি স্মরণ করতেই এ পোস্ট দেয় কেকেআর। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে মোট ৫১ ম্যাচ খেলেন সাকিব। ৩৮ ইনিংসে তার রান ৫৪৫। রয়েছে দুটি ফিফটি। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান।

কলকাতায় বোলার সাকিব ২৭.৪০ গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। ২০১২ আইপিএলের ফাইনালে তার শেষ সময়ের ক্যামিও জয় এনে দিয়েছিল কলকাতাকে। এবার এখন পর্যন্ত ৫ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান কেকেআরের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন