English

26 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
- Advertisement -

তাসকিন-জাকেরের উন্নতি আর মাহমুদউল্লাহ-মুশফিকের দুর্দশা

- Advertisements -

চ্যাম্পিয়নস ট্রফিতে সময়টা খুব বাজে কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই হেরে গেছে টাইগাররা। এরই মধ্যে আইসিসি পুরুষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার জাকের আলি অনিক। অন্যদিকে, ব্যাটে যেমন অফফর্ম তেমন র্যাঙ্কিংয়েও দুর্দশা দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের।

আজ বুধবার প্রকাশ করা র্যাঙ্কিং হালনাগাদে দেখা যায়, বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন তাসকিন। বর্তমানে তার রেটিং ৫২৮। র্যাঙ্কিং ও রেটিং; দুটিই তাসকিনের ক্যারিয়ারসেরা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৬ রানে ১ উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ৭ ওভারে ২ মেডেনসহ ২৮ রানে ১ উইকেট পান তাসকিন।

বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে তাসকিনের সঙ্গে যৌথভাবে ৩০ নম্বরে আছেন স্পিনার মেহেদী হাসান মিরাজও। ৪ ধাপ পিছিয়েছেন তিনি। যথারীতি ৩৬ নম্বরে আছেন টাইগারদের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বোলারদের মধ্যে সবার ওপরে শ্রীলংকার মহেশ থিকসানা। ৫ ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন শাহিন আফ্রিদি।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৯ ধাপ পিছিয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থ মুশফিক। ৯ ধাপ পিছিয়ে এই উইকেটকিপার ব্যাটার আছেন ৪২ নম্বরে। ৭ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেও ২ ধাপ পিছিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখন ২৭ নম্বরে। ৭ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে মিরাজ।

এদিকে, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয় ও জাকের আলির। নিউজিল্যান্ডের বিপক্ষে চরম ব্যর্থ হলেও ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ১৮ ধাপ এগিয়েছেন হৃদয়। বর্তমানে ৬৪ নম্বরে তিনি। এদিকে, ভারতের বিপক্ষে ৬৮ রান করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ রান করে ৬৪ ধাপ এগিয়েছেন জাকের। প্রথমবার একশর (৯৪) ভেতরে ঢুকেছেন তিনি।

ব্যাটিংয়ে সবার ওপরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা ভারতের শুভমান গিল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করে গত বছরের অগাস্টের পর আবার সেরা পাঁচে ঢুকেছেন ভিরাট কোহলি। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে আফগানিস্তানের মোহাম্মদ নবি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন