নাসিম রুমি: তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন সহসাই থামছে না। গেল বছরের মধ্যভাগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলার মাঝপথে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর চলেছে তার ইনজুরি থেকে ফেরার লড়াই। পূর্ণ ফিট হতে না পারায় যাওয়া হয়নি ক্রিকেট বিশ্বকাপেও। এরপর থেকেই চলছে তামিমের ফেরার লড়াই।
এবারের বিপিএল দিয়েই তামিম ইকবালের ফেরার কথা। মাঝে অনুশীলনে চোট পেলেও একদিন পরেই আবার ফিরেছেন দেশসেরা এই ওপেনার। লম্বা সময় পর তামিমের মাঠে ফেরা তাই অনেকটাই নিশ্চিত। তার মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা। অপেক্ষায় আছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।
তামিমকে নিয়ে গতকাল প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘সে (তামিম) আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সবসময়ই তো তাকে খেলতে দেখতে চাইব। ও খেললে তো অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন যাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। ইনজুরি কাটিয়ে এখন খেলবে, এটা দেখার অপেক্ষায় আছি কেমন খেলবে।’