নাসিমরুমি: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু পাকিস্তানের। আশা ছিল দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফেরার। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রানের মামুলি স্কোরও তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ১১ রান তাড়ায় ৯ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ১ রানের জয়ে উল্লাসে মেতে ওঠে জিম্বাবুয়ে। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে দুই ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি পাকিস্তান। টেবিলের তলানিতে পড়ে আছে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে জিম্বাবুয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে এসেছে।
সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই ম্যাচ থেকে তারা অর্জন করে ১ পয়েন্ট। বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে অর্জন করল ২ পয়েন্ট। সবমিলে জিম্বাবুয়ের পয়েন্ট হলো ৩।
সংক্ষিপ্ত স্কোর জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩০/৮ রান (শেন উইলিয়ামস ৩১, ব্র্যাড ইভান্স ১৯*; মোহাম্মদ ওয়াসিম ৪/২৪)। পাকিস্তান: ২০ ওভারে ১২৯/৮ রান (শান মাসুদ ৪৪, মোহাম্মদ নওয়াজ ২২, শাদাব খান ১৭)। ফল: জিম্বাবুয়ে ১ রানে জয়ী।