English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ঢাকায় এসেই ডোনা চলে গেলেন শাড়ি কিনতে

- Advertisements -

নাসিম রুমি: ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ঝটিকা সফরে ঢাকায় এসে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি এসেছেন দুটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে। স্বামী সৌরভ গাঙ্গুলি ব্যস্ত থাকবেন। কিন্তু এই ব্যস্ততার মধ্যে স্ত্রী ডোনা গাঙ্গুলির কোনো কাজ নেই। হোটেল রুমে অলস সময় কাটানোর পক্ষে নেই ডোনা। সৌরভ ঢাকায় এলেও কলকাতায় খুব একটা জরুরি কিছু নেই ভারতের খ্যাতনামা নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির। স্বামীর সফর সঙ্গী হয়ে ঢাকায় এসেছেন তিনি। সৌরভকে ছেড়ে দিয়ে ডোনা চলে গেলেন শপিংয়ে।

ঢাকাই জামদানি শাড়ি ভারতীয় নারীদের খুব পছন্দ। যাদের আত্মীয়স্বজন রয়েছেন তারা ঢাকাই জামদানি খুব পছন্দ করেন। প্রচুর গিফট যায় সেখানে। সৌরভের স্ত্রী ডোনা শাড়ি পছন্দ করেন। ঢাকাই জামদানি শাড়ির প্রতি তার দুর্বলতা রয়েছে। সৌরভ ঢাকায় আসবেন বলে ডোনা তার সফরসঙ্গী হয়ে এসে দুই জন দুই দিকে ব্যস্ত। উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সৌরভকে আমন্ত্রণ জানিয়েছিলেন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। কথা দিয়ে কথা রেখেছেন সৌরভ।

অনুষ্ঠান শেষে উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানালেন, ‘সৌরভের স্ত্রী শাড়ী কিনতে গেছেন। আমি লোক দিয়ে দিয়েছি। বলে দিয়েছি যা কিনতে চায় সব কিনে দাও। এত বড় মাপের একজন মানুষ আমাদের অনুষ্ঠানে এসেছেন। টাকা-পয়সা নেননি। বাংলাদেশের প্রতি তার দুর্বলতা দেখেছি। তিনি বাংলাদেশের মানুষকে খুবই ভালোবাসেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন