English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ডিসেম্বরে বাংলাদেশ-ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচের সময়সূচি

- Advertisements -

নাসিমরুমি: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতে জাতীয় ক্রিকেট দল। সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিল ভারত।

ওই সফরে বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ খেলেছিল মহেন্দ্র সিং ধোনির দল। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল বাংলাদেশ। যেখানে সিরিজ জয়ের সবচেয়ে বড় অবদান ছিল মুস্তাফিজুর রহমানের।

দীর্ঘ সাত বছরেরও বেশি সময়ের পর বাংলাদেশ সফরে আসছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। সেখান থেকেই সরাসরি বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত জাতীয় ক্রিকেট দল।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক ডিসেম্বর ঢাকায় পা রাখার কথা রয়েছে ভারতের। জানা গেছে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। সুচি অনুযায়ী আগামী ৪ এবং ৭ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ।

এরপর দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। একই মাঠে ১৪-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ফিরে ২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন