নাসিমরুমি: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ এসে টাইগার বোলার তাসকিন আহম্মেদ এমন একটি রেকর্ড গড়লেন যা টি-২০ বিশ্বকাপ ইতিহাসের এই প্রথম।
বিশ্বকাপ মিশনের শুরুতে নেদারল্যান্ডেসের বিপক্ষে খেলতে নামেন। আর সেই ম্যাচে প্রথম ওভারে উইকেটসহ মোট চার উইকেট পায়।
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রটিয়াদের বিপক্ষে লজ্জাজনক ভাবে হারলেও প্রথম ওভারে দুর্দান্ত বোলিং কেলমায় উইকেট তুলে নেন তাসকিন আহম্মেদ।
সীমিত রানের টার্গেট নিয়ে মাঠে নামে জিম্বাবুয়েন দুই ওপেনার। শুরুতে তাসকিনের প্রথম ওভারে উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। এই মিলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম তিন ম্যাচের প্রথম ওভারেই এক এক করে তিন উইকেট পান তাসকিন। যা ক্রিকেট ইতিহাসের নয়া নজির। এবং নয়া রেকর্ড। এবারের বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশের পারফরম্যান্স যাই হোক, ব্যক্তি হিসেবে তাসকিন আহমেদ দুর্দান্ত।
এখনও পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রতিটিতেই প্রথম ওভারে উইকেট নেয়ার নজির গড়লেন তিনি। প্রথম ম্যাচে তো প্রথম দুই বলেই উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে দক্ষিন আফ্রিকার টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়েছিলেন প্রথম ওভারে।
আজ জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ওভারেই তাসকিন ঝলক। উইকেট নিলেন তিনি। ফিরিয়ে দিলেন জিম্বাবুয়ে ওপেনার ওয়েসলি মাধভিরেকে। প্রথম বলে কোনো রান দেননি। দ্বিতীয় বলে হজম করেন বাউন্ডারি।
আজকে তাসকিন জিম্বাবুয়ের বিরূদ্ধে ৩টি উইকেট নিয়ে জয়ের পথ সুগাম করে দেন। তাছাড়া নাজমুল হাসান শান্তর ৭১ রান করনটাও জয়ের জন্য বিশেষ ভূমিকা রাখেন।