English

32 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫
- Advertisement -

টিকিট কেটে স্কুলের মেয়েদের বিশ্বকাপ দেখাতে আনবে বিসিবি

- Advertisements -

বারবারই বলা হচ্ছিল নারী ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।

বছরের শেষদিকের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয় রোববার। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নারী ক্রিকেট সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন তৈরি করেছে বাংলাদেশে। তবে মাঠে দর্শক সারিতে খুব বেশি মানুষ দেখা যায় না এখনও। বিশ্বকাপের সময়ে কি মাঠে দর্শক আনতে আলাদা কিছু করা হবে? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘ফ্রি টিকিটে কি না এখন বলা মুশকিল। তবে আমরা চেষ্টা করবো। ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে (স্কুলের মেয়েদের) মাঠে আনার জন্য। সেটার জন্যে যদি পেমেন্ট করতে হয়, বোর্ড করবে, ওদের পক্ষ থেকে পেমেন্ট করতে হবে না। বিশ্বকাপের কোনো টিকিটই কিন্তু ফ্রি না, এই মেসেজটা আমি সবার জন্যই বলছি। ’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বাংলাদেশে হবে কেবল দুটি স্টেডিয়ামে। ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর বাইরে চট্টগ্রামে আন্তর্জাতিক ভেন্যু থাকলেও সেটি রাখা হয়নি কেন?

উত্তরে পাপন বলেন, ‘কেন দুইটা ভেন্যু, তার এক্স্যাক্ট কারণটা আমি জানি না। পসিবল যতগুলো ভেন্যু ছিল, সব দেখে ওনারা মনে করেছে এই দুই ভেন্যুতেই সবচেয়ে ভালো হয়। শুধু বাংলাদেশের ব্যাপার নয়, আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। ’

‘আমার মনে হয় বেস্ট পসিবল অপশন যা ছিল, তাই চুজ করেছে। অন্য জায়গায় হলেও যে তা ঠিক, ছড়িয়ে যেত। আপাতত এই দুইটাকেই যদি আমরা ভালোভাবে আয়োজন করতে পারি, তাহলে ভবিষ্যতে আরও অনেক জায়গায় আয়োজন করতে পারব। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন