চলতি বিপিএলে টানা পাঁচ ম্যাচ হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়েছে দলটি।
শুরুতে ব্যাট করে ঢাকাকে ১৪৩ রানের টার্গেট দিয়েছিল সিলেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ঢাকার ব্যাটাররা। টপ অর্ডারের ব্যর্থতার ভার সামলে নিতে পারেনি মিডল অর্ডারও।
৯ নম্বরে খেলতে নামা তাসকিন আহমেদ ছোটোখাটো ঝড় তুললেও তাতে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ঢাকা। শেষ পর্যন্ত ১২৭ রানে শেষ হয়েছে ঢাকার ইনিংস। দলটির হয়ে ১১ বলে ২৭ রান করেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া আর মাত্র একজন ব্যাটার ২০ রানের ঘর ছাড়াতে পেরেছে।
শুরুতে ব্যাট করে ১৪২ রানে থামে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ধস নামলেও তিনে নামা সমিত প্যাটেল মোহাম্মদ মিঠুনকে নিয়ে হাল ধরেন।
এই জুটিতে ভর করেই লড়াকু সংগ্রহ পায় সিলেট। ৩২ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন সমিত। আর ৪৬ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন মিঠুন।
আরিফুল হক ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। এছাড়া ১০ রানের ঘর পেরোতে পেরেছেন সিলেটের মাত্র একজন ব্যাটার।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। আর আরাফাত সানির শিকার ২।