নাসিম রুমি: বাংলাদেশ দল মাঠে ব্যস্ত সময় পার করলেও, মাহমুদউল্লাহ রিয়াদের সেই ব্যস্ততা নেই। সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন তিন বছর আগেই। সর্বশেষ ভারত সফরে টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি। বাংলাদেশ বর্তমানে টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যেখানে আর দশজনের মতো মাহমুদউল্লাহও দর্শক।
ক্রিকেটের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আছেন সাইলেন্ট কিলার-খ্যাত মাহমুদউল্লাহ। নিয়মিতই পোস্ট করেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) জুমার দিনেও সবার উদ্দেশে বার্তা দিলেন তিনি।
মাহমুদউল্লাহ বেশ ধর্মপ্রাণ। আজ জুমার দিনে তার পোস্টটিও দিনটির ফজিলত ও আমল নিয়ে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাহমুদউল্লাহ নীল জুব্বা ও সাদা টুপি পরে হাসিমুখের একটি ছবি দেন। ছবির ক্যাপশনে সবাইকে সালাম দিয়ে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। জুমা মুবারক। এমন বিশেষ দিনে সবাই যত বেশি সম্ভব দরূদ পড়ুন। আল্লাহ সবার মঙ্গল করুন।’
এর আগে গত ১২ অক্টোবর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষবার মাঠে নামেন মাহমুদউল্লাহ। যদিও, ভারতের বিপক্ষে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। ফলে, এই অলরাউন্ডারের বিদায়টা সুন্দর হয়নি।