নাসিম রুমি: গত ৫ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ড চলছিল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ-ই মাথা ঘুরে পড়ে যান জিয়াউর রহমান জিয়া। এরপর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জিয়ার মৃত্যুর কয়েক মাস পেরিয়ে গেলেও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পূরণে কেউ সেভাবে এগিয়ে আসেননি। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে ছেলে তাওজয়ার জিয়ার হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন তামিম ইকবাল। এই সময় জিয়ার স্ত্রী তাসমিন সুলতানাও সঙ্গে ছিলেন।
বাবার স্বপ্নপূরণ করতে সুপার গ্র্যান্ডমাস্টার হতে চান তাজওয়ার জিয়া। এজন্য আর্থিক সহায়তার প্রয়োজন। রাজধানীর মোহাম্মদপুরে জিয়ার ছোট্ট ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই। অনেকে সংস্থা ও ব্যক্তি পর্যায়ে আর্থিক সহায়তার কথা থাকলেও কেউই সেভাবে এগিয়ে আসেনি। বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালই এগিয়ে আসলেন। ক্রীড়াবিদ, সংগঠক কিংবা সাংবাদিক কারও বিপদ হলেই তামিম এগিয়ে আসেন। এবারও এর ব্যতয় ঘটেনি।
তামিমের এই সম্মানে অভিভূত জিয়ার স্ত্রী। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘উনি (তামিম) আমার সঙ্গে কথা বলেছেন। উনি তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। আমার ছেলের ব্যাপারে কথা বলেছেন। জিয়াকে সম্মান করেছেন। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন।’