নাসিম রুমি: তিন ছক্কা, দুর্ধর্ষ ক্যাচ, অবিশ্বাস্য রান-আউট- রবিবার ইডেন গার্ডেন্সে নাটকীয় শেষ ওভারের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।
অথচ ম্যাচটা যে এতটা নাটকীয় হবে, তা শেষ ওভারে মিচেল স্টার্ক বল তুলে নিচ্ছিলেন, তখনও মনে হয়নি। কারণ জয়ের জন্য বেঙ্গালুরুর দরকার ছিল ২১ রান। হাতে ছিল দু’উইকেট। ঠিক আগের ওভারেই আউট হয়ে গেছেন ‘ফিনিশার’ দিনেশ কার্তিকে।
ক্রিজে ছিলেন দুই ‘টেলএন্ডার’ কর্ণ শর্মা এবং মোহম্মদ সিরাজ। তারপরও ২১ রান রক্ষা করতে গিয়ে প্রায় কেঁদে ফেলছিলেন ২৪.৫ কোটি টাকার স্টার্ক। প্রথম, তৃতীয় ও চতুর্থ বলে তিন ছক্কা। পঞ্চম বলে দুর্দান্ত রিটার্ন ক্যাচ স্টার্কের।
শেষ বলে যখন ৩ রান প্রয়োজন, তখন ১ রানের বেশি নিতে পারেননি ১১তম ব্যাটার হিসেবে উইকেটে আসা লকি ফার্গুসন। ২২২ রান করা কলকাতা শেষপর্যন্ত ১ রানে জিতে নেয় ম্যাচ।
এই জয়ে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে নেট রানরেটে সানরাইজার্স হায়দরাবাদকে টপকে আইপিএলের দ্বিতীয় স্থানে উঠে এলো কলকাতা। অন্যদিকে ৮ ম্যাচে সপ্তম হরে তলানিতেই রইলো আরসিবি।