নাসিম রুমি: রাজনৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।
আগামী বছর পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। গত কয়েকমাস ধরেই ক্রিকেটাঙ্গনে বড় প্রশ্ন, ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য এই আসরে খেলার জন্য ভারতীয় দল তাদের প্রতিবেশি পাকিস্তানে যাবে তো? ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত।
রাজনৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু আইসিসি আর এসিসির ইভেন্টে তাদের লড়াই দেখা যায়। বার্তা সংস্থা ‘এএনআই’-এর বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তাই ভারতের ম্যাচগুলো দুবাই কিংবা শ্রীলঙ্কার মাটিতে আয়েজন করা হতে পারে। বিসিসিআইএর একটি সূত্র এসব তথ্য দিয়েছে।
এর আগে ভারতের চাপে গত এশিয়া কাপও আয়োজিত হয়েছিল ‘হাইব্রিড মডেলে’। অশংগ্রহণকারী দলগুলোর মধ্যে ভারতই শুধু পাকিস্তানে যায়নি। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। বাকি দলগুলো পাকিস্তানে গিয়ে বাকি ম্যাচগুলো খেলেছিল। আয়োজক পাকিস্তান হলেও এশিয়া কাপের ফাইনাল হয়েছিল শ্রীলঙ্কায়। এটাও ভারতের কারণেই। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো এমন কিছুই হতে যাচ্ছে।