ব্যর্থতার মধ্যেই ঘুরপাক খাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ছন্দে না থাকার কারণে বিপিএলের অনেক ম্যাচে বেঞ্চ গরম করা ফরচুন বরিশালের ব্যাটার জাতীয় দলের হয়ে রানে ফিরতে পারেননি। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে ১২ রানেই আউট হয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
শান্তর মতোই আজ দুবাইয়ে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম।
বিপিএলের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জয়ী ওপেনার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ৬ রানে ফিরেছেন তিনি। আলী রেজার বলে বোল্ড হন বাংলাদেশের ওপেনার। আর শান্ত আউট হন মুবাশ্বির খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে।
টপ অর্ডার হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ২০ ওভারে ৩ উইকেটে ১০৪ রান।