নাসিম রুমি: আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। এই পেসার টি-টোয়েন্টি সিরিজের সময় সাইড স্ট্রেনে চোট পান।
ওই ব্যথাতেই টেস্টে খেলা হচ্ছে না তাসকিনের। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির মেডিকেল বিভাগের একজন বাংলানিউজকে বলছিলেন, ‘তাসকিনের সাইড স্ট্রেইনে একটু ব্যথা আছে।
এত সিরিয়াস কিছু নয়। কিন্তু ম্যাচ খেললে আরেকটু বাড়তে পারে।
এজন্য সতর্কতা হিসেবে মিরপুর টেস্টে তাসকিন থাকছে না। ’
এখন অবধি দেশের হয়ে ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন তাসকিন, নিয়েছেন ২৬ উইকেট। সর্বশেষ ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের একাদশেও ছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে তাসকিনের জায়গা নিতে পারেন রেজাউর রহমান রাজা।