মাহমুদ খান, সিলেট মহানগর প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম পর্বের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ২ টায় প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের সিলেটের আসর।
সিলেটের মাঠে স্বাগতিক দল হিসেবে নেমেছে এবারের আসরের সবচেয়ে সফল দল সিলেট স্ট্রাইকার্স। সিলেটে বিপিএল এর উদ্বোধনী প্রথম দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।
ঘরের মাঠে খেলতে নেমে দর্শকদের হতাশ করলো সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার সিলেট পর্বের প্রথম খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স বাহিনী। ৯৩ রানের টার্গেটে খেলতে নেমে সহজ জয় পেয়েছে রংপুর রাইডার্স।
এর আগে সিলেটে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বিপদে পড়েছে সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে সিলেট পর্ব শুরু করেছিল মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০০ রানই পার করতে পারেনি সিলেট। ফলে রংপুরের সামনে সহজ লক্ষ্য দাঁড়ায় ৯৩। স্বল্প রানের লক্ষ্যে ছুটতে গিয়ে রংপুর রাইডার্সের শুরুটা হয় দুর্দান্ত। সিলেট স্ট্রাইকার্স ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ৯২ রান সংগ্রহ করেন। রংপুর রাইডার্সের হয়ে ৩টি করে উইকেট নেন ওমরজাই এবং হাসান মাহমুদ। গুরুত্বপূর্ণ দুটি উইকেট আদায় করেন মাহেদী হাসান। ৯৩ রানের টার্গেটে খেলতে নেমে হেসেখেলে জয় পেয়েছে রংপুর রাইডার্স। রাইডার্সের হয়ে অপরাজিত ৪১ রান করে দলকে জয়ের বন্দরে নোঙর করান রনি তালুকদার। ৬ উইকেটের বিশাল জয়ে খানিকটা বাঁধার সৃষ্টি করেছিলেন সিলেটের মাশরাফি বিন মুর্তজা। দূর্দান্ত স্পেলে মাশরাফি ২ উইকেট, রেজাউর ও মোহাম্মদ আমির নেন একটি করে উইকেট।
এদিকে,বিপিএল টি-২০ সিলেট পর্বের প্রথম ম্যাচে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সেজেছিলো গোলাপী রঙে। ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।