জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: ঘরের মাঠে ফিরে প্রথম ম্যাচেই জ্বলে উঠেও দর্শকদের হতাশ করল স্ট্রাইকার্স ব্যাটাররা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহ গড়ে সিলেট।
কিন্তু রংপুরের কাছে অবশেষে হারতেই হলো সিলেটকে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন রনি তালুকদার।
তাছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে ৫০ রান।জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রাইডার্সদের হয়ে অপরাজিত ১১৩ রান করেছেন হেলস।এটা বিপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি।