দুই পাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত। মাঝে সরু পিচ ঢালাই রাস্তা। গাছগাছালিতে ভরা সেই রাস্তা দিয়েই বাইকে চেপে ছুটছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। উইন্ডিজ সফর শেষে সাকিবের এখন বিশ্রাম করছেন।
আসন্ন জিম্বাবুয়ে সফরে তিনি যাচ্ছেন না। তাই সোশ্যাল সাইটে নিয়মিতই শেয়ার করছেন নিজের বিভিন্ন কর্মকাণ্ড।
একদিন আগেই দুবাইয়ের প্রোডাকশন সিটিতে যুদ্ধসাজে তোলা ছবি পোস্ট করেছেন সাকিব। সেটা কোনো বিজ্ঞাপনের কিনা তা জানা যায়নি। এরপর দুবাই থেকে আজ সন্ধ্যায় সোজা গ্রামের রাস্তায় দেখা গেল বিশ্বসেরা অল-রাউন্ডারকে। বেশ ভালোই বাইক চালাচ্ছিলেন তিনি। ‘অল-রাউন্ডর’ বলে কথা। ভক্তরাও কমেন্টে তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।
তবে চাঁদেও নাকি ‘কলঙ্ক’ থাকে, তেমনি সম্পাদিত ৫৩ সেকেন্ডের ভিডিওটিতে সাকিবের মাথায় ছিল না হেলমেট। ভিডিওর কমেন্টবক্সে ভক্তরা সেই কথা সাকিবকে মনেও করিয়ে দিচ্ছেন। তবে সাকিব আল হাসান বেশ মজাতেই আছেন তা বোঝা যাচ্ছে। কয়দিন আগে টেস্ট অধিনায়ক হয়েছেন, এবার তার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।