English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রান বাবরের

- Advertisements -

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদিন্ত ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন পাকিস্তানের বাবর আজম। চলমান পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর।

জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মিলিয়ে ২৭১ ইনিংসে ১০ হাজার রানে পৌঁছেছেন বাবর। জাতীয় দলসহ সর্বমোট ১৯টি দলে খেলেছেন বাবর। এর মধ্যে জাতীয় দলের হয়ে ৩ হাজার ৬৯৮ রান ও করাচি কিংসেই হয়েই করেছেন ২ হাজার ৩৯৮ রান। অন্যদিকে, এই মাইলফকে পৌঁছাতে গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। ২৯৯ ইনিংসে এই রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি।

পিএসএলে ৩ হাজার রান করা একমাত্র খেলোয়াড়ও বাবর। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করা ১৩তম খেলোয়াড় তিনি। সর্বোচ্চ ১৪ হাজার ৫৬২ রান নিয়ে টি-টোয়েন্টিতে সবার ওপরে গেইল। শোয়েব মালিকের রান ১৩ হাজার ১৫৯।

ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ১০ হাজার রান ছুঁতে পারা অন্য ১২ ক্রিকেটার হলেন- ক্রিস গেইল, শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মুনরো, জেমস ভিন্স ও ডেভিড মিলার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন