English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

গেইলকেও ছাপিয়ে গেলেন বাবর আজম

- Advertisements -

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৭০০০ রানের রেকর্ড গড়েছেন। গতকাল রবিবার (৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পেছনে ফেলে এই মাইলফলক গড়েন তিনি। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে এ কীর্তি গড়েন বাবর।

৭০০০ রান সংগ্রহ করতে যেখানে ক্রিস গেইল খেলেছিলেন ১৯২ ইনিংস সেখানে বাবরের লেগেছে ১৮৭ ইনিংস। যার ফলে সবচেয়ে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক।  ভারতের অধিনায়ক বিরাট কোহলি ২১২ ইনিংসে ৭০০০ রান করে এ তালিকার ৩য় অবস্থানে আছেন। অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার যথাক্রম ২২২ ও ২২৩ ম্যাচে অতিক্রম করে ৪র্থ ও ৫ম অবস্থানে আছেন।

এর আগে, পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে গত বৃহস্পতিবার সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে ৩১৫ ম্যাচে অংশ নিয়ে কোহলির সেঞ্চুরির সংখ্যা ৫টি। কোহলির চেয়ে ১২১ ম্যাচ কম খেলে একটি সেঞ্চুরি বেশি করলেন বাবর। টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন