ঠিক গুঞ্জন বলা যাবে না। তবে তামিম ইকবালকে নিয়ে আজকাল সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমগুলোতে বেশ আলোচনা- কৌতূহল। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে আগামীতে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদে আসছেন তামিম!
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া পরিবারের একটা প্রজন্মের কনিষ্ঠ সদস্য চাচা আকরাম খানের মতো বোর্ড পরিচালক হতে যাচ্ছেন তামিম, এমন খবর প্রায় শোনা যায় গণমাধ্যমে। এমনকি বোর্ডপ্রধানও হতে পারেন, এমন গুঞ্জনও শোনা যায়।
পুরাতন সেসব খবর ছাপিয়ে ক্রিকেটপাড়ায় সাড়া জাগিয়েছে নতুন খবর। রীতিমতো আলোড়ন তুলেছেও। তা হলো- জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেট ইতিহাসের এক নম্বর ওপেনার তামিম খুব শীঘ্রই গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হচ্ছেন।
ক্রিকেটভক্তদের কাছে রীতিমতো এটি চাঞ্চল্যকর খবর। তাদের কৌতূহলী প্রশ্ন, সত্যিই তামিম ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হচ্ছেন? তামিম নিজেই দিয়েছেন জবাব।
আজ রোববার সকালে জাগোনিউজের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, আসলে কাউন্সিলরশিপ নিয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। তবে অর্থনৈতিক দিক থেকে গুলশান ক্রিকেট ক্লাবকে সাপোর্ট দিতে চাই। ক্লাবটির অর্থায়নে ভূমিকা রাখতে যাচ্ছি।
পুরো ব্যাপারটা পরিষ্কার করতে গিয়ে তামিম বলেন, আসলে কাউন্সিলর নিয়ে এখনই ভাবছি না। আমি ও ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজির মিজান (মিজানুর রহমান) ভাই দুজন মিলে গুলশান ক্রিকেট ক্লাবের ফিনান্স করবো বা করতে যাচ্ছি।
আমাদের মধ্যে কে কাউন্সিলর হবেন, তা এখনই চূড়ান্ত করিনি। সেটা নিয়ে এখন ভাবছিও না। সেটা পরে দেখা যাবে। এ মুহূর্তে আমি আর মিজান ভাই (ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মিজানুর রহমান) গুলশান ক্রিকেট ক্লাবের সাথে সম্পৃক্ত হয়েছি। ক্লাবটিকে ফিনান্সিয়াল হেল্প করতে রাজি হয়েছি।’
এটুকু বলে শেষ করলেও তামিম পরক্ষণেই একটা কথা বলেছেন, তা হলো- আমি না মিজান ভাইকে কাউন্সিলর হবো সেটা পরে ঠিক করবো।
এ মুহূর্তে আমরা ক্লাবটির দায়িত্ব নিয়েছি সেটাই শেষ কথা।
এদিকে ক্রিকেটপাড়ায় আগে থেকেই জানা, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি থেকে পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রিমিয়ার লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ। দীর্ঘ এক যুগ আবাহনীর হেড কোচের দায়িত্ব পালন করা সুজন এবার আবাহনী ছেড়ে এখানে এসেছেন।
তামিমের গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও ক্লাবকে অর্থায়নের খবরটি সুজনই আগে জাগোনিউজকে নিশ্চিত করেছেন।
গুলশান ক্রিকেট ক্লাব কি মালিকানা বিক্রি করে দিচ্ছে, তামিম ইকবাল নাকি গুলশান ক্রিকেট ক্লাবের মালিক হচ্ছেন- এই দুই প্রশ্নে সুজনের জবাব, না না ক্লাব বিক্রি করিনি। ক্লাব আমাদেরই আছে। তবে আমরা গুলশান ক্রিকেট ক্লাবের জন্য ভালো বিনিয়োগকারী খুঁজছিলাম। বলতে পারেন, তামিম সেই বিনিয়োগকারী।
আমি জানি তামিম ইকবালের মাঝে সহজাত একটা পরোপকোরী মানসিকতা আছে। তাই আমি নির্ভেজাল বিনিয়োগকারী পেতে তামিমের সঙ্গে যোগাযোগ করি। তামিমকে বলি আমাদের অর্থনৈতিক দিকটা দেখার মতো ভালো ফিনান্সার দরকার। তামিম রাজি হয়ে যায়। তার সঙ্গে মিজান ভাইকেও (ফরচুন বরিশাল মালিক) সম্পৃক্ত করে দেয়। বলতে পারেন, তামিম আর মিজান ভাই আমাদের বিনিয়োগকারী।
তামিম কোনো পূর্বশর্ত দিয়ে ফিনান্সার হতে চেয়েছেন? মানে গুলশান ক্লাবের পরবর্তী কাউন্সিলর কি তামিম হবেন?
এ প্রশ্নের জবাবে সুজন বলেন, তা তো আমি বলতে পারছি না। তামিম ও মিজানুর রহমান দুজনই ক্লাব ম্যানেজমেন্টের পার্ট হতে সম্মত হয়েছে। তারা আমাদের ক্রিকেট টিমের অর্থায়ন করবেন। আর্থিক দিকটা সামলাবেন। তাই আমি বলতে পারছি না কাউন্সিলর কে হবেন। তবে তামিম আর মিজান ভাইয়ের কেউ একজন হবে নিশ্চয়ই।’