English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

খারাপ সময়ে সবই খারাপ যায়: সাকিব

- Advertisements -

নাসিম রুমি: চলমান বিপিএলের শেষ কয়েক ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং না করা নিয়ে অনেক আলোচনা শোনা যায়। ব্যাট হাতে তাকে ফর্মহীন বললেও চোখের সমস্যায় যে তিনি ঠিকঠাক ব্যাটেই নামছেন না। সবশেষ গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমেছিলেনও রংপুর রাইডার্সের হয়ে। তবে অভিজ্ঞতা সুখকর হয়নি, ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। যা নিয়ে পরে ম্যাচ শেষে কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

কিছুদিন আগে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে সাকিবকেই পাঠানোর কথা জানিয়েছিলেন। সেটাই হলো গতকাল। যেখানে বেশ আমোদী সাকিবকেই দেখা গেল। তবে কি অধিনায়ক সোহানের অনুরোধেই এসেছেন? জবাবে মজার ছলেই সাকিব বলেন, ‘অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে। অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।’

ব্যাট হাতে কবে সাকিব ঠিকঠাক মাঠে ফিরবেন, তা এখনও অজানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে উন্নতি হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এটা (ফেরার বিষয়ে) তো বলা মুশকিল। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুব স্বাভাবিক।’

দলের দুই উইকেট হারানোর পর খেলতে নেমে, সাকিব প্রথম বলেই আউট হয়ে গেছেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। বিপদ সামলাতে এসে আরও বিপন্ন করে দিয়ে গেলেন দলকে। এ নিয়ে সাকিব বলেন, ‘বুঝলাম যে খারাপ সময়ে সবই খারাপ যায়।’

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটিতে সাকিব রান পেলেও, বল হাতে ঠিকই নিজের কাজটা করে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট নেন তিনি। এর আগে শুরুতে ব্যাট করা রংপুর বাবর আজম (৪৭) ও নুরুল হাসান সোহানের (৪৬) ব্যাটে ১৬২ রানের পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় দারুণ ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে সিলেট। নাজমুল শান্ত ও মোহাম্মদ মিঠুনদের ব্যর্থতায় তারা মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায়।

এ নিয়ে নিজেদের সপ্তম ম্যাচে ষষ্ঠ হার নিশ্চিত করল সিলেট, বিপরীতে ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠে গেছে রংপুর।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন