নাসিম রুমি: চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে দারুণ দুটি ম্যাচের পর কিছুটা খরুচে দিন দেখেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল রাতে (রোববার) বিশাখাপত্তমে মুখোমুখি হয়েছিল চেন্নাই। ভেন্যুটিতে বেশ রান উঠবে সেটি আগেই জানা ছিল। ম্যাচজুড়েও আগে ব্যাট করা দিল্লির ব্যাটাররা সেটি সত্যি প্রমাণ করেছেন।
যেখানে বাদ যাননি টাইগার পেসার মুস্তাফিজও। তবে এক উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি দুটি রেকর্ড গড়েছেন।
টি-টোয়েন্টিতে তিনশ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন মুস্তাফিজ। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যা দ্বিতীয়। এর আগে সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে প্রথম তিনশ উইকেটের মাইলফলক পেরিয়েছেন। এক্ষেত্রে অবশ্য ফিজ ওই রেকর্ড গড়েছেন দ্রুততম বোলার হিসেবে। ২৪৩তম ম্যাচে তিনি তিনশ উইকেটের অঙ্ক ছুঁয়েছেন।