নাসিম রুমি: আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের মাত্র তিন বছরের মাথাতেই বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট জেতেন সাকিব আল হাসান। যা ধরে রেখেছিলেন দীর্ঘকাল। তারপর ক্রিকেটার থেকে হয়েছিলেন ব্যবসায়ী, এরপর যোগ দিলেন রাজনীতিতে। এখন তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য।
ক্রিকেটার-ব্যবসায়ী-রাজনীতিবিদ। এখন তিন পরিচয়ে পরিচিত সাকিব। বড় দায়িত্ব এখন সংসদ সদস্য। তবে সাংসদ নাকি ক্রিকেট, কোন কাজটা তার কাছে কঠিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে সেটা নিয়েও কথা বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
সাংসদ নাকি ক্রিকেট, কোন কাজ বেশি কঠিন? জানতে চাইলে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় সংসদ সদস্যের কাজ বেশি কঠিন। যেহেতু আমার কাছে বিষয়টি নতুন। ক্রিকেট তো আমি শুরু থেকেই খেলে আসছি, অনেক স্বাচ্ছন্দ্য লাগে খেলাটা। যেহেতু ছোটো বেলা থেকেই এটার সাথে আমি জড়িত।