English

23 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
- Advertisement -

ক্রিকেটাররা খারাপ খেলায় পরিবারকেও শাস্তি দিচ্ছে বিসিসিআই!

- Advertisements -

পরপর দুটি সিরিজে হতাশা ও লজ্জাজনক পারফর্ম ভারতীয় ক্রিকেটারদের। ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই, এরপর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ৩-১ (৫) ব্যবধানে সিরিজ হেরেছে বিরাট কোহলি ও রোহিত শর্মারা।

এমন বাজে পারফর্ম করায় ক্রিকেটারদের প্রতি অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হতে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ক্রিকেটারদের সঠিক ট্র্যাকে ফেরাতে কঠিন পদক্ষেপ নিচ্ছে দেশটির বোর্ড।

বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্ত অনুসারে, কোনো টুর্নামেন্ট চলাকালীন সময় স্ত্রীদের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটাররা। এমনকি পরিবারের সঙ্গে থাকার সময়ও বেঁধে দেওয়া হয়েছে। সফরের ব্যাপ্তি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক কতদিন পরিবারের সঙ্গে থাকতে পারবেন রোহিত-কোহলিরা।

বোর্ডের নিয়ন অনুসারে, দেড় মাস ব্যাপী টুর্নামেন্টে সর্বোচ্চ দুই সপ্তাহ (১৪দিন) পরিবারের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা।

আর দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে আরেকটু শিথিলতা দেখিয়েছে বিসিসিআই। সেক্ষেত্রে দেড় মাসের সফরে সর্বোচ্চ দুই সপ্তাহ স্ত্রীদের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা।

তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। তবে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ তাদের সূত্রের বরাতে সংবাদটি জানিয়েছে।

বিসিসিআইয়ের নুতন বিধিতে পৃথকভাবে নয়, টিম বাসে করে ক্রিকেটারদের ভ্রমণও বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি বেশি মালপত্র বহন করে, তাহলে তাকে বাড়তি ফিও দিতে হতে পারে।

হেড কোচ গৌতম গম্ভীরের জন্যও নতুন বিধিনিষেধ আসছে। তার ব্যক্তিগত ম্যানেজার এখন থেকে ক্রিকেটারদের সঙ্গে বিশেষ সুবিধায় ভ্রমণ করতে পারবেন না। তাকে আলাদা হোটেলে থাকতে হবে।

গেল অস্ট্রেলিয়া সফরে পরিবার নিয়ে পৃথকভাবে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করেছেন কোহলি ও জাসপ্রিত বুমরাহ। অন্য ক্রিকেটাররা সফর করেছেন টিম বাসে চড়ে। এতে ক্রিকেটারদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে দাবি করা করেছে, ক্রিকেটারদের মধ্যে বিভাজন থাকায় পার্থ টেস্টে ঐতিহাসিক জয়টাও ঠিকমতো উদযাপন করতে পারেনি ভারত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন