বিগত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। প্রথমে আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়েন। এরপর জাতীয় দলেরও সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ভারমুক্ত হন তিনি। ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তখন জানিয়েছিলেন কোহলি।
এবারের আইপিএলে ফ্যাফ ডু’প্লেসির নেতৃত্ব খেলতে দেখা যাবে কোহলিকে। সেই দলেরই অঙ্গ অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলও। আইপিএল মৌসুম শুরুর আগেই তিনিই ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে প্রতিপক্ষদের সতর্ক করে রাখলেন।
আরসিবি পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, “ও (কোহলি) জানে যে নেতৃত্বের দায়িত্ব এখন অন্যের ওপর, যা আমার মতে ওর কাছে একটা বড় বোঝা ছিল।
কোহলির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়েও ম্যাক্সওয়েল জানান, আগের থেকে কোহলিকে এবার অনেকটাই শান্ত দেখাচ্ছে।
তিনি বলেন,“‘এই বছরে আমি যেটা ওর মধ্যে বিশেষভাবে লক্ষ্য করছি সেটা হল ও আগের চেয়ে আবেগের দিক থেকে অনেকটাই শান্ত।