English

28 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

কোহলিকে নিয়ে ম্যাকগ্রার সতর্কবার্তা!

- Advertisements -

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অস্ট্রেলিয়া সফরে তাই স্বাভাবিকভাবেই চাপে থাকবেন ভারতের এই ব্যাটিং গ্রেট। তবে অহমে আঘাত লাগলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি, ভালো করেই জানা আছে গ্লেন ম্যাকগ্রার। তাই উত্তরসূরিদের কোহলিকে না খোঁচানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার।

ক্রিকেট খেলাটা নিয়ে সবসময় অনেক বেশি আবেগ কাজ করে কোহলির। দলের জয়ে নিজেকে উজাড় করে দিতে চান তিনি সবসময়। ভারতের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজনের সময়টা খারাপ গেলেও যেকোনো মুহূর্তে যে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তার আছে, ভালো করেই জানেন ম্যাকগ্রা। তার সেরাটা বেশিরভাগ সময়ই বের হয়ে আসে তাকে উস্কে দিলে। তাই এমন কিছু ভুলেও না করার পরামর্শ প্যাট কামিন্সের দলকে দিয়েছেন ম্যাকগ্রা।

“সে (কোহলি) যদি আবেগের সঙ্গে লড়াইয়ে নামে, যদি (মাঠে) কিছুটা বাকবিতণ্ডা হয়, তাহলে কে জানে, সে জ্বলে উঠতে পারে।”

“তবে আমার মনে হয়, সে হয়তো কিছুটা চাপে আছে এবং যদি শুরুতে কয়েকটি ইনিংসে অল্প রান করে, তাহলে সে এটা আরও বেশি অনুভব করবে। সে অনেক আবেগপ্রবণ ক্রিকেটার। যখন সে ছন্দে থাকে, তখন ছুটতে থাকে আর যখন চাপে থাকে, তখন কিছুটা ভুগতে দেখা যায়।”

পার্থে আগামী শুক্রবার শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি। সবশেষ দুই দফায় অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে এসেছে ভারত। তবে এবার স্বাগতিকদেরই জয়ের সম্ভাবনা বেশি দেখেন ম্যাকগ্রা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন