English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

কোটা আন্দোলন নিয়ে কী বললেন ক্রিকেটার হৃদয়-শরীফুল

- Advertisements -

নাসিম রুমি: কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েক দিন ধরেই সারা দেশ উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনে। দেশের নানা প্রান্তের, নানা পেশার মানুষ এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছেন। ক্রিকেটারদের মধ্যে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে আজ ফেসবুকে পোস্ট দিয়েছেন তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম।

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে হৃদয় ও শরীফুল এখন আছেন শ্রীলঙ্কায়। বাংলাদেশ থেকে দূরে থাকলেও হৃদয়-শরীফুল দেশের পরিস্থিতি নিয়ে অবগত। আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রক্তমাখা ছবি ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। অনেকেই নিজেদের ফেসবুকে প্রোফাইল পিকচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোর সঙ্গে রক্তমাখা ছবি পোস্ট করেছে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হৃদয়। যদিও সরাসরি কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু না বললেও বর্তমান পরিস্থিতি নিয়েই নিজের ফেসবুক পেজে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি। তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রক্তাক্ত না হোক।’

আর শরীফুল লিখেছেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’ হৃদয়-শরীফুল লিখলেও এখনো কোনো ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া মেলেনি মাশরাফি বিন মর্তুজা কিংবা সাকিব আল হাসানের কাছ থেকে। দুজনই ক্রিকেট খেলতে খেলতেই নাম লিখিয়েছেন রাজনীতিতে। দুজনই বর্তমানে সরকার দলীয় সংসদ সদস্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন