English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
- Advertisement -

কে পাবে ১০ লাখ টাকার পুরস্কার?

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে আছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও নাসির হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল। আসরের পয়েন্ট টেবিলের সেরা দল সিলেট সিক্সার্সকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Advertisements

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর রাইডার্স বনাম সিলেট। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে কুমিল্লার বিপক্ষে খেলবে।

ফাইনাল শেষে ব্যাটে-বলের নৈপুণ্যে সাকিব-শান্ত-হৃদয়-নাসিরের মধ্যে যে এগিয়ে থাকবেন টুর্নামেন্ট সেরা হিসেবে সে পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। সঙ্গে থাকছে আকর্ষণীয় ট্রফিও।

বিপিএলের প্রথম দুই আসরে গাড়ি পুরস্কার দেওয়ার পর এবার টুর্নামেন্ট সেরাকে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

Advertisements

বিপিএলের গত আট আসরের মধ্যে চারবার টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব আল হাসান। এবারও টুর্নামেন্ট সেরার দৌড়ে আছেন ফরচুন বরিশালের এই অলরাউন্ডার। তার দল এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিলেও সাকিব টিকে আছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারের লড়াইয়ে। তিনি ১১ ইনিংসে ব্যাট হাতে ৩৭৫ রান করার পাশাপাশ বল হাতে শিকার করেছেন ১০ উইকেট।

টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সাকিবের সঙ্গে আছেন সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। আছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনও।

১৪ ইনিংসে ৪৫২ রান করা শান্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। রান সংগ্রহে দ্বিতীয় পজিশনে আছেন শান্তর সতীর্থ তৌহিদ হৃদয়। তিনি ১২ ইনিংসে ৪০৩ রান করেছেন। চার নম্বর পজিশনে আছেন নাসির হোসেন। ঢাকার এই অধিনায়ক ১২ ইনিংসে ব্যাট হাতে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৬ উইকেট।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

উধাও তাজমহল!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন