নাসিম রুমি: বিপিএলের শুরুটাও প্রত্যাশা মেটাতে পারেনি। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে রানে ফিরেছিলেন। আর গতকাল তো দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরিই করে বসলেন। আর গতকালই জাতীয় দল থেকে বাদ পড়লেন।
ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে বিপিএলের রেকর্ড বই উলটপালট করে দিয়েছেন লিটন। ১০ চার ও ৯ ছক্কায় ৫৫ বলে অপরাজিত ১২৫ রান করে দেখিয়েছেন, নিজের দিনে তিনি কতটা ভয়ংকর।
তিনি সেঞ্চুরিটা করলেন এমন দিনে, যেদিন জানতে পেরেছেন তিনি চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই। দুপুরে দল থেকে বাদ পড়ার খবর পেয়ে সন্ধ্যায় করলেন দাপুটে সেঞ্চুরি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অনেক কথার ভিড়ে উঠে এসেছে সেই প্রসঙ্গটিও। এ বিষয়ে প্রশ্ন করা হলে লিটন বলেন, ‘চ্যাম্পিয়স ট্রফির বিষয়টি আমার হাতে নেই। কি কারণে বাদ গেছি এটা সবাই জানে। আমার পারফরম্যান্স খারাপ ছিল, তাই আমাকে রাখে নাই। আমার কাজ পারফর্ম করা। আমি চেষ্টা করব সেটা ধারাবাহিক করতে। কেন বাদ পড়েছি সেটা আমি জানি। বাংলাদেশের সবাই আচ করেছে, আমি হয়ত বাদ পড়ব।